1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
চুমুকাণ্ডে যেন সব হারাতে বসেছেন স্পেনের ফুটবল প্রধান — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

চুমুকাণ্ডে যেন সব হারাতে বসেছেন স্পেনের ফুটবল প্রধান

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩১৩ বার পঠিত
চুমুকাণ্ডে যেন সব হারাতে বসেছেন স্পেনের ফুটবল প্রধান

বিশ্বকাপের ফাইনালে প্রথমবার উঠেই বাজিমাত করেছে স্পেনের নারী ফুটবলাররা। দেশটির ইতিহাসে এই প্রথম নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা।

সিডনিতে ইংল্যান্ডকে কাঁদিয়ে ১-০ ব্যবধানে ফাইনাল জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ওলগা কারমোনার দল।

তবে শিরোপা উল্লাসে যখন মাতোয়ারা গোটা দেশ ঠিক তখন ফুটবলারকে চুমু খেয়ে তোপের মুখে দেশটির ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস।

জার্মানির পর বিশ্বে দ্বিতীয় দল হিসেবে নারী-পুরুষ দুই বিভাগে বিশ্বকাপ জিতল স্পেন।

শুধু তা-ই নয়, বর্তমানে নারীদের অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়নও স্পেন।

বৈশ্বিক আসরে স্প্যানিশদের এত সফলতার উত্তেজনায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেস।

তবে বিশ্বকাপে পুরস্কার মঞ্চে নিজ দেশের ফুটবলারকে চুমু খেয়ে বিতর্কের জন্ম দিয়েছেন স্পেনের ফুটবল প্রধান।

বিশ্বকাপের আনন্দে উত্তেজনা ভাসতে থাকা রুবিয়ালেস স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোকে ঠোটে চুমু দিয়ে তোপের মুখে পড়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যা সঙ্গে সঙ্গে ‘ভাইরাল’ ও হয়েছে।।

 

এদিকে এমন ঘটনার পর তুমুল সমালোচনার মুখে পড়ে ক্ষমাও চেয়েছিলেন রুবিয়ালেস।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রুবিয়ালেস বলেন, ‘আমার কাছে ক্ষমা চাওয়া এবং এ থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই।

এরপর থেকে ফেডারেশনের প্রতিনিধিত্ব করার সময় আরও সতর্ক থাকতে হবে। অবশ্যই আমি ভুল করেছি। আমাকে তা স্বীকার করতেই হবে।

জয় উপভোগ করার চরম মুহূর্তে কোনও অসৎ উদ্দেশ্য ছাড়াই এইরকম পরিস্থিতির হয়েছে। এখানে আমরা এটিকে স্বাভাবিকভাবেই দেখছি।

তবে বাইরে এই ঘটনাটা কে নিয়ে একটা গোলযোগের সৃষ্টি করা হচ্ছে।’

 

তবে এরপরও নিস্তার পাচ্ছেন না তিনি। কেননা এমন কান্ডের শিকার হওয়া হারমোসো এই প্রথম এ ঘটনা নিয়ে মুখ খুলেছেন।

তিনি জানিয়েছেন, পেশাদার নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো এবং নিজের এজেন্সির মাধ্যমে যৌথ বিবৃতিতে নিজের দাবী জানিয়েছেন তিনি।

 

চুমুকাণ্ডে যেন সব হারাতে বসেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস।

নিজের দেশে তো প্রবল চাপে আছেনই, এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে ফিফা,

এই খবরের পরেই নাকি পদত্যাগ করার পরিকল্পনা করেছেন লুইস রুবিয়ালেস।

ক্যাডেনা সের রেডিও গতকাল বৃহস্পতিবার লুইস রুবিয়ালেসের পদত্যাগের তথ্যটি জানিয়েছে।

 

চুমুকান্ডের পর নিজ দেশ থেকে ধরে ফিফা সবার তোপের মুখে পড়া রুবিয়ালেস বড় শাস্তি পাওয়ার আগেই নিজ থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন।

যার আনুষ্ঠানিক ঘোষণা কয়েকদিনের মধ্যে আসতে যাচ্ছে।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com