1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
পেরুর বিপক্ষে খেলতে পারবেন না লিওনেল মেসি — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন

পেরুর বিপক্ষে খেলতে পারবেন না লিওনেল মেসি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১০২ বার পঠিত

শঙ্কা ছিল আগেই। এবার নিশ্চিত করলেন আর্জেন্টিনার সহকারী কোচ। চোটের কারণে পেরুর বিপক্ষে খেলতে পারবেন না লিওনেল মেসি।

গ্রুপপর্বের শেষ ম্যাচে রোববার (৩০ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

চিলির বিপক্ষে ম্যাচের পরই শঙ্কা জেগেছিল মেসিকে নিয়ে। ওই ম্যাচে পুরোপুরি ফিট না থাকার পরও খেলেছিলেন মেসি। ডান পায়ের ঊরুতে পাওয়া চোট নিয়ে খেলায় অস্বস্তি বেড়েছিল তার। চিলিকে ১-০ গোলে হারানোর পর মিক্সড জোনে মেসি বলেছিলেন, ‘ম্যাচের শুরুতে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করি। শক্ত হয়ে আসছিল। যতটা নমনীয় থাকে তেমন ছিল না। তবে ম্যাচটি শেষ করতে পেরেছি। সামনে কী হয় দেখা যাক।’

চিলির আগে কানাডার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। তাতে দুই জয়ে গ্রু ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। ফলে পেরুর বিপক্ষে ম্যাচটি খুব একটা গুরুত্বপূর্ণ নয় দলের জন্য। তাই এ ম্যাচে মেসিকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। যদিও কোয়ার্টার ফাইনাল থেকে তাকে পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

আর্জেন্টিনার সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল বলেন, ‘সর্বশেষ ম্যাচে লিওর একটু সমস্যা হয়েছে। সে এই (পেরু) ম্যাচটা খেলতে পারবে না। (চোটের) কতটা উন্নতি করে, সেটা বুঝতে আমরা দিনের পর দিন তাকে পর্যবেক্ষণ করব।’

এদিকে কানাডার বিপক্ষে দ্বিতীয়ার্ধে দেরি করে নামায় পেরুর বিপক্ষে ডাগআউটে থাকতে পারছেন না আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি। এক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি তাকে ১৫ হাজার ডলার জরিমানা করেছে কোপা আমেরিকা কর্তৃপক্ষ।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com