বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে মাঠে নেমেছে পাকিস্তান। দলের সঙ্গে মাঠে নেমেছেন শাহিন শাহ আফ্রিদিও। এর মধ্যেই সুখবর পেয়েছেন পাকিস্তানি পেসার। প্রথম সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানি পেসার। খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
শাহিন ও তার স্ত্রী আনশা আফ্রিদির ঘর আলোকিত করে এসেছে একটি পুত্রসন্তান। সন্তানের নাম রাখা হয়েছে আলী ইয়ার। বাবা হওয়ায় মাঠেই সতীর্থদের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন শাহিন। ভক্ত-সমর্থকেরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। শাহিনও মাঠেই উইকেট পেয়ে সুখবর উদযাপন করেছেন।
শাহিন ও আনশা আফ্রিদির পুত্রসন্তান হওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছে তাঁদের পরিবার। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবর, রাওয়ালপিন্ডি টেস্ট শেষ করেই বাড়ির উদ্দেশে রওনা দেবেন আফ্রিদি। আজ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ–পাকিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে।
৩০ আগস্ট এই রাওয়ালপিন্ডিতেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবে বাংলাদেশ-পাকিস্তান। আফ্রিদির ঘনিষ্ঠ সূত্র বলছে, রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে না–ও খেলতে পারেন পাকিস্তানি এই পেসার।
এর আগে পাকিস্তান টেস্ট দলের কোচ জেসন গিলেস্পিও বলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের একটিতেও না খেলা হতে পারে আফ্রিদির।
নবান্ন টিভি
Related