1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১২৯ বার পঠিত

শনিবার (২ মার্চ) নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ললিতপুর স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে দুটি গোলই করেছে প্রীতি।

প্রতিপক্ষের মাঠে খেলা বলেই হয়তো নেপালকে নিয়ে বাড়তি সমীহ ছিল বাংলাদেশের। কিন্তু মাঠের খেলা যখন গড়াল, তখন প্রীতি-সাথীদের আক্রমণাত্মক ফুটবলে আড়াল হয়ে গেল সবকিছুই। গোলমুখে আলো ছড়ালেন সুরভী আকন্দ প্রীতি। দারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৬ উইমেন’স চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ।

আনফা কমপ্লেক্সে শনিবার রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুটি গোলই করেছেন প্রীতি।

শুরু থেকে আক্রমণাত্মক খেলা বাংলাদেশ প্রথম ভালো সুযোগটি পায় পঞ্চম মিনিটে। সাথী মুন্ডার ক্রস থেকে পোস্টের সামনে বল পেয়ে যান ফাঁকায় থাকা আলপি আক্তার, কিন্তু তাড়াহুড়ো করে নেওয়া শটে বল উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

চার মিনিট পর আলপি আবারও সুযোগ নষ্ট করেন। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর থেকে ভলি করেছিলেন; এবারও বল যায় বাইরে। দ্বাদশ মিনিটে আলপির আরেকটি শট গোলরক্ষক আটকালে বাংলাদেশের গোলের অপেক্ষা বাড়ে।

২৪তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন প্রীতি। একাধিক সুযোগ নষ্ট করা আলপির পাস ধরে বক্সের বাইরে থেকে সাথী খুঁজে নেন প্রীতিকে। বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি।

ব্যবধান দ্বিগুণ হওয়া গোলে দায় আছে নেপাল গোলরক্ষক ঝর্ণা দুমরাকোটির। ২৯তম মিনিটে বক্সের ভেতর আলপিকে ফেলে দেন তিনি। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। সফল স্পট কিকে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশকে এনে দেন প্রীতি।

দ্বিতীয়ার্ধেও বলের নিয়ন্ত্রণ রেখে খেলতে থাকে বাংলাদেশ। ৬২তম মিনিটে হ্যাটট্রিক পেতে পারতেন প্রীতি। আরিফা আক্তারের ক্রসে তার ভলি অল্পের জন্য যায় বাইরে। এরপর ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা করার চেয়ে বল পায়ে রাখার দিকে মনোযোগী হয় মেয়েরা। তাতে পরে আরও গোল না পেলেও জয় দিয়ে শুরুর আনন্দ নিয়েই মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর দল।

আগামী ৫ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com