সুপার ফোরে টানা দুই ম্যাচ হারার পর চলমান টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন সাকিব-মুশফিকরা।
এশিয়া কাপ মিশন শেষে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিবে বাংলাদেশ। তবে তার আগে বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড পরীক্ষা।
আসন্ন এই সিরিজে একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ বছরে টানা খেলার ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ। বলা যায়, ভালোই ধকলের মধ্যে দিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা।
যার জন্য ওয়ানডে বিশ্বকাপের আগে ধকল কাটাতেই কিউই সিরিজে সাকিব-মুশফিককে বিশ্রাম দেওয়া হচ্ছে!
এমনটায় জানায় বিসিবির একটি সূত্রে।
এদিকে সাকিব-মুশফিক ছাড়াও নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম পেতে পারেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও।
বিশ্বকাপের আগে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বাইরে রেখে মাহমুদউল্লাহ রিয়াদকে ও সৈকতকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারে বোর্ড।
বিসিবি সভাপতি সেই ইঙ্গিত দিয়েছেন কাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে।
এছাড়া চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজও খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। তার জায়গায় জাকির হাসানকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতিবাচক বোর্ড।
পাশাপাশি তামিম ইকবালের এই সিরিজ দিয়ে দলে ফেরারও সম্ভাবনা বেশি।
তাছাড়া পেস বোলিং ইউনিটের তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদদেরও বিশ্রাম দেওয়া হতে পারে।
এশিয়া কাপের ব্যর্থতা শেষে নিউজিল্যান্ড সিরিজে যে বড় পরীক্ষা-নিরীক্ষা পাশাপাশি ক্রিকেটারদের বিশ্রামের কথা ভাববে বোর্ড
তার ইঙ্গিত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দিয়েছেন সাকিব।
ক্রিকেটারদের যে বিশ্রাম দেওয়া প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ম্যাচ আছে।
সেখানে আমরা কিছু জিনিস দেখব। সবারই সুযোগ আছে।’
‘এশিয়া কাপে যারা খেলেছে তাদের মধ্যে যারা বিশ্বকাপে কনফার্ম তাদের বিশ্রাম থাকতে হবে বলে আমি মনে করি।
প্র্যাকটিস ম্যাচ, ট্রাভেলিং। কারও ইনজুরি হলে সমস্যা হবে। রিপ্লেসমেন্ট নেই। এটা খুব জরুরি সবাই যেন ফিট থাকে।
ইবাদত নেই। আমি আশা করব চারজনই যেন ফিট থাকে।’
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে ম্যাচগুলো।