1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়েছে আফগানিস্তান — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়েছে আফগানিস্তান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৬০ বার পঠিত

ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিং এবং দুই বোলার ফজলহক ফারুকি ও রশিদ খানের নৈপুন্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে টানা দ্বিতীয় জয় পেয়েছে আফগানিস্তান। আজ ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানরা ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। বিশ^কাপে এটি সবচেয়ে বড় ব্যবধানে হার নিউজিল্যান্ডের। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের কাছে প্রথমবারের মত হেরে এবারের বিশ^কাপ শুরু করলো নিউজিল্যান্ড। বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো আফগানিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৮৭ বলে ১০৩ রানের জুটি গড়েন তারা। উগান্ডার বিপক্ষেও ৮৮ বলে ১৫৪ রানের জুটি গড়েছিলো গুরবাজ ও ইব্রাহিম। ১৫তম ওভারে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির বলে আউট হন ৩টি চার ও ২টি ছক্কায় ৪১ বলে ৪৪ রান করা ইব্রাহিম।
ইব্রাহিম ফিরলেও, দলের রানের চাকা সচল রেখে টি-টোয়েন্টিতে নবম হাফ-সেঞ্চুরি তুলে নেন গুরবাজ। ইনিংসের শেষ ওভারে আউট হবার আগে ৫৬ বল খেলে ৫টি করে চার-ছক্কায় ৮০ রান করেন তিনি।

গুরবাজের দায়িত্বশীল ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। নিউজিল্যান্ডের বোল্ট-হেনরি ২টি করে উইকেট নেন।
১৬০ রানের জবাবে খেলতে নেমে আফগানিস্তানের বোলিং তোপে অসহায় আত্মসমর্পন করে নিউজিল্যান্ড। ১৫ দশমিক ২ ওভারে ৭৫ রানে অলআউট হয় কিউইরা। দলের হয়ে মাত্র দুই ব্যাটার দুই অংকের কোট স্পর্শ করতে সক্ষম হন। গ্লেন ফিলিপস ১৮ ও হেনরি ১২ রান করেন।
আফগানিস্তানের ফারুকি ও অধিনায়ক রশিদ ১৭ রানে ৪টি করে উইকেট নেন। টি-টোয়েন্টি বিশ^কাপে অধিনায়ক হিসেবে সেরা বোলিংয়ের নজির গড়লেন রশিদ। ম্যাচ সেরা হন গুরবাজ।

সংক্ষিপ্ত স্কোর :
আফগানিস্তান : ১৫৯/৬, ২০ ওভার (গুরবাজ ৮০, ইব্রাহিম ৪৪, বোল্ট ২/২২)।
নিউজিল্যান্ড : ৭৫/১০, ১৫.২ ওভার (ফিলিপস ১৮, হেনরি ১২, ফারুকি ৪/১৭)।

 

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com