1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ডর্টমুন্ডকে এক হালি গোল দিয়ে সেমির পথে বার্সা — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

ডর্টমুন্ডকে এক হালি গোল দিয়ে সেমির পথে বার্সা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পঠিত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে কোনো পাত্তাই দিলো না বার্সেলোনা। প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে জার্মান ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল পেয়েছেন রবার্ট লেভানডস্কি।

বুধবার রাতে প্রথম থেকেই আধিপত্য ধরে রেখে খেলেছে বার্সা। ২৫তম মিনিটে রাফিনহার গোলে লিড নেয় তারা।

বিরতির পর গোলের নেশায় মরিয়া হয়ে খেলতে থাকে বার্সা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে রাফিনহার অ্যাসিস্টে সাবেক ক্লাবের জালে বল জড়ান লেভানডস্কি।

৬৬তম মিনিটে বক্সের ভেতর থেকে ব্যবধান বাড়ান পোলিশ স্ট্রাইকার। বার্সার আরেকটি উড়ন্ত জয়ে ৭৭তম মিনিটে শেষ গোল করেন লামিনে ইয়ামাল।

২০১৯ সালের পর এবার প্রথম সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে হ্যান্সি ফ্লিকের দল। এ নিয়ে তারা অপরাজিত থাকলো ২৩ ম্যাচ।

ম্যাচ শেষে চলতি মৌসুমে ৪০ গোল করা লেভানডস্কি বলেছেন, আমি মনে করি আমরা খুব ভালো খেলেছি। কিন্তু আমাদের হাতে আরও একটি ম্যাচ আছে। আমরা সবসময় আমাদের ফুটবল খেলতে চাই। সেখানেও (জার্মানি) আমরা তেমনই চাই এবং আমরাই জিতব।

তবে সতর্ক করে কোচ ফ্লিক বলেন, কেউই জানে না কী হতে পারে, ফুটবল অদ্ভুত একটা খেলা। আজকের মতো খেলতে হবে আমাদের।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com