মোস্তাফিজুর রহমান-রিশাদ হোসেনদের দুর্দান্ত বোলিংয়ের পর তাওহিদ হৃদয়ের ঝোড়ো ব্যাটিং, লিটন দাস খেলেছেন কার্যকর এক ইনিংস। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ দল।
আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ব্যাট হাতে একদমই সুবিধা করতে পারেনি লঙ্কানরা। ১২৪ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। বড় কোনো লক্ষ্য নয়, ১২৫ রান তাড়া করতেই হাঁসফাঁস অবস্থা বাংলাদেশের ব্যাটারদের। শেষ দিকে বিপর্যয়ে সামলে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৮ উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই লক্ষ্য তাড়া করেছে বাংলাদেশ দল।
দলের জয়ে হৃদয় খেলেছেন ৩০ বলে ৪০ রানের অসাধারণ এক ইনিংস। ৩৮ বলে ৩৬ রানের কার্যকর এক ইনিংস খেলেছেন লিটন। বেশ কিছু ম্যাচেই টানা ব্যর্থ হয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর রানে ফেরাও স্বস্তি দলের জন্য।
১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পাওয়ার-প্লেতেই তারা হারিয়েছে ৩ উইকেট। বলা যায়, টপ অর্ডার আজও আলোর মুখ দেখেনি। সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম—দুই বাঁহাতি ব্যাটারের বিপক্ষে শুরুতে পার্টটাইমার ধনাঞ্জয়া ডি সিলভাকে বোলিং আক্রমণে নিয়ে আসেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।