দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আগামী মাসের শুরুতেই ভারতের মাটিতে শুরু হবে আইসিসির মেগা ইভেন্ট। এর আগে পরে মিলিয়ে দুই দফায় বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। আর এ মাসের শেষ দিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে টাইগারদের বিপক্ষে তিনি ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। এ সফর উপলক্ষে ইতিমধ্যেই দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
আজ ভোরে নিউজিল্যান্ড ক্রিকেট নিজেদের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
বাংলাদেশ সফরে দলকে নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন।
এদিকে ঘোষিত দলে দেখা যায় দ্বিতীয় সারির দল নিয়েই বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর করবে কিউইরা।
প্রথমবারের মত নিউজিল্যান্ডের অধিনায়কত্ব পাওয়া ফার্গুসনের সঙ্গে দলে আছেন ফিন এলেন, টম ব্লান্ডেল এবং হেনরি নিকোলসরা।
বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে থাকবেন না টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, টিম সাইফার্টদের মতো শীর্ষ সারির ক্রিকেটাররা।
এদিকে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলে থাকবেন না মার্ক চ্যাপম্যান এবং জিমি নিশামও।
টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে বিশ্বকাপ খেলতে সরাসরি ভারতে যাবেন এই স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দল : লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং,
টম ব্ল্যান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিল্নে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।
আরও পড়ুন :