1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
ছেলে সন্তানের বাবা হলেন মোস্তাফিজুর রহমান — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

ছেলে সন্তানের বাবা হলেন মোস্তাফিজুর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছিলেন তিনি। এবার দিলেন সুখবর। প্রথম সন্তানের বাবা হয়েছেন এই পেসার।

বুধবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ সুখবর জানিয়েছেন তিনি। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন বলেও জানালেন তিনি।

বাঁহাতি পেসার লিখেছেন, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা ছেলে সন্তান লাভ করেছি। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে। তাদের জন্য দোয়া করবেন।

২০১৯ সালের মার্চে শিমুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুস্তাফিজ। সম্পর্কে শিশু ছিলেন তার মেজ মামা রওনাকুল ইসলামের মেয়ে। এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় ‘এ প্লাস’ পাওয়া শিমু সে বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ভর্তি হন। বিয়ের পর স্নাতক শেষ করেন বাংলাদেশি তারকার স্ত্রী।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com