1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চোটের কারণে মাঠ ছাড়লেন মুশফিক — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

চোটের কারণে মাঠ ছাড়লেন মুশফিক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৬০ বার পঠিত
পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম নায়ক মুশফিকুর রহিম। তার ১৯১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম টেস্টে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে তার ব্যাটিং করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। রাওয়ালপিন্ডিতে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট নিয়ে মাঠ ছেড়েছেন মিস্টার মিস্টার ডিপেন্ডেবল। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাধায় দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় দিন শনিবার (৩১ আগস্ট) টস হেরে ব্যাট করছে পাকিস্তান। বল হাতে আধিপত্য চলছে টাইগারদের। তবে বাংলাদেশি সমর্থকদের জন্য দুঃসংবাদ মুশফিকের চোট। পাকিস্তানের মাটিতে দেশকে প্রথম জয় এনে দেয়ার পথে ‍গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মিস্টার ডিপেন্ডেবল কাঁধের চোটে পড়েছেন। ইনিংসের ৫৩তম ওভারের সময় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান স্ট্রেট ড্রাইভ করেছিলেন। মিড অফে থাকা মুশফিক ডাইভ দিয়েছিলেন। সেখানেই আঘাত পান তিনি। তাকে মাঠে প্রাথমিক চিকিৎসা দেন বাংলাদেশ দলের চিকিৎসক। কিন্তু মিনিটখানেক পরেই বোঝা গেল খেলা চালিয়ে যাওয়ার অবস্থানে নেই তিনি। ফিজিওকে নিয়ে কাঁধ চেপে ধরেই ছাড়তে হয় মাঠ। তার ইনজুরির ধরন নিয়ে বিসিবি থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে যেভাবে মাঠ ছেড়েছেন তাতে দ্বিতীয় টেস্টে তার ব্যাট করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর আগে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে মুশফিকের ১৯১ রানের ওপর ভর করে ৫৬৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। এরপর পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট করে ৩০ রানের লক্ষ্য তাড়া করে ১০ উইকেটের জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে এবং দেশটির মাটিতে যেকোনো সংস্করণে এটিই টাইগারদের প্রথম জয়। নবান্ন টিভি  

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com