শেষ হয়েছে দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা ইউরো ও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লড়াই। চারটি করে দল এখন অপেক্ষায় আছে সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামার, যেখানে আর একটি ম্যাচ জিতলেই স্বপ্নের ফাইনাল।
ইউরোয় যে চার দল সেমির টিকিট পেয়েছে, সেগুলো হলো স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। অন্যদিকে কোপা আমেরিকায় সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে ও কলম্বিয়া।
আর্জেন্টিনা-কানাডা
১০ জুলাই, বুধবার, সকাল ৬টা
স্বপ্নের মতো সময় পার করছে আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর আর পেছনে ফিরে তাকায়নি লিওনেল স্কালোনির দল। ৩৬ বছর পর আবার বিশ্বকাপ শিরোপা জিতেছে তারা। এবার আর্জেন্টিনার সামনে সুযোগ কোপার টানা দ্বিতীয় শিরোপা জয়ের। নিজেদের সেরাটা দেখাতে না পারলেও সেমিফাইনাল পর্যন্ত আসতে খুব একটা সমস্যা হয়নি আর্জেন্টিনার। এখন ফাইনালে যাওয়ার পথে তাদের প্রতিপক্ষ কানাডা, যারা এবারই প্রথম কোপা আমেরিকা খেলতে এসেছে। আর প্রথম আসরেই চমক দেখিয়ে সেমিতে পৌঁছে গেছে কানাডা। তবে সেমিতে আর্জেন্টিনার বাধা টপকানো এভারেস্টের চূড়ায় ওঠার মতোই কঠিন কিছু হবে।