1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
এটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ --কোহলি — Nobanno TV
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

এটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ –কোহলি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৯০ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারাল ভারত।

ম্যাচসেরা হয়েছেন ৭৬ রানের ইনিংস খেলা কোহলি।

পুরো বিশ্বকাপ জুড়ে অফফর্মে থাকা বিরাট কোহলির ব্যাট শনিবার হেসেছে। রোহিত শর্মা, ঋষভ পান্ত ও সূর্যকুমার যাদব রান না পেলেও কোহলি দলের হাল ধরেছিলেন প্রায় শেষ পর্যন্ত। ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন তিনি।
এবং এটিই তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ, জানিয়েছেন কোহলি।

এদিকে, টুর্নামেন্টসেরা হয়েছেন যশপ্রীত বুমরা ।

পাঁচে নামা অক্ষর প্যাটেলের ৪৭ আর শিভম দুবের ২৭ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ভারত।

জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। ৭ রানের জয়ে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com