সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করায় সাগর ইসলামকে সংবর্ধনা দিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। এসময় তাকে আর্থিক পুরস্কারও দেয়া হয়। গেল বারের তুলনায় অলিম্পিকে এবার ভালো করার সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছেন সাগর।
ফুলেল সংবর্ধনায় সিক্ত সাগর ইসলাম। কোচ, কর্মকর্তা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, সবার আগ্রহের কেন্দ্রে এই আর্চার। সারাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করায় বিশেষ সংবর্ধনা যে তারই প্রাপ্য।
অলিম্পিক থেকে স্বর্ণ পদকের খোঁজে বেশ লম্বা সময় ধরে আর্চারিতে লগ্নি করে চলেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। ‘তীর গো ফর গোল্ড’ প্রোজেক্টের দ্বিতীয় সম্ভাবনা সাগর ইসলাম। গেল বার রোমান সানা পথ দেখিয়ে গেছেন। এবার সাগরের কাছ থেকে আরও বেশি কিছুর প্রত্যাশা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের।
সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী বলেন, ‘এবার নিয়ে দুবার সরাসরি যোগ্যতা অর্জন করল। আমরা এখনো আশাবাদী, তীর গো ফর গোল্ড, আমরা তার জন্য আছি। আমাদের বিশ্বাস, আমাদের দেশের ছেলে-মেয়েরা আর্চারি ফেডারেশন থেকে, আর্চাররাই বাংলাদেশের জন্য অলিম্পিক থেকে সোনা নিয়ে আসবে। এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই।’
গোল্ড প্রোজেক্টে বেশ লম্বা সময় ধরে নিজেদের প্রস্তুত করছেন আর্চাররা। প্যারিসের টিকিট নিশ্চিত করে এই স্বপ্নটা এখন আরও বড়। সংবর্ধনায় অনুপ্রাণিত হয়েছেন সাগর। তীর-ধনুক হাতে মাঠের লড়াইয়ে নামার আগে নিতে চান সর্বোচ্চ প্রস্তুতি।
সাগল ইসলাম বলেন, ‘লম্বা সময় ধরে প্রস্তুতি নিচ্ছি এ অলিম্পিক খেলার জন্য। বিশ্বাস ছিল, আমরা যোগ্যতা অর্জন করব। আপাতত টুর্নামেন্টের আগের সময়টায় নিজেকে ঝালিয়ে নিতে চাই।’
সংবর্ধনার পাশাপাশি সাগর ইসলামকে পাঁচ লাখ টাকা পুরস্কার দিয়েছে সিটি গ্রুপ।