1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
‘আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি' --শিশির — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

‘আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি’ –শিশির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৬৮ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সমর্থন না দেওয়া ও রাজনৈতিক কারণে গত কিছুদিন ধরেই তুমুল বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান। সেই বিতর্ক বুধবার আরও বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের একটি ভিডিও ও বেশ কিছু ছবি ছড়িয়ে পড়লে। যেখানে সাকিবকে দেখা গেছে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে ঘুরে বেড়াতে।

এমন ভিডিও ছড়ানোর পর গুঞ্জন উঠেছে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সাকিবের বর্তমান সম্পর্ক নিয়ে। তবে গুঞ্জনের ডালপালা মেলার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন শিশির। কঠিন সময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন তিনি। উড়িয়ে দিয়েছেন সকল গুঞ্জন।

শিশির দীর্ঘ পোস্ট করে নানা বিষয়ে কথা বলেছেন। সেখানে তিনি প্রথমেই লেখেন, ‘আপনার হয়ত তার (সাকিব আল হাসান) ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক-স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ, যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।’
তাদের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন সাকিবপত্নী। পোস্টে এরপর তিনি লেখেন, ‘আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম, সে এখনও সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে।’

স্ট্যাটাসের শেষে সাকিবপত্নী এটাও জানিয়েছেন, সাকিবের সঙ্গে কোন ছবি ডিলিট করেননি তিনি। শিশির লেখেন, ‘আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি। কেবল তা প্রাউভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না।’

এদিকে পাকিস্তানে পৌঁছে বুধবার (১৪ আগস্ট) প্রথমবারের মতো অনুশীলন করে বাংলাদেশ দল। কানাডায় গ্লোবাল টি-২০ লিগ শেষে, সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। দলের সঙ্গে অনুশীলনও করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com