ইউরো চ্যাম্পিয়নশিপে আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন ও দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
র্যাংকিংয়ে যদিও স্পেন থেকে এগিয়ে আছে ফ্রান্স। স্পেন যেখানে অষ্টম স্থানে, ফ্রান্স সেখানে দ্বিতীয় অবস্থানে। এখন পর্যন্ত ৩৬ বারের মুখোমুখিতে স্পেন ১৬টি ও ফ্রান্স ১৩টি জয় পেয়েছে, ড্র হয়েছে বাকি ৭টি। তবে বড় আসরে এগিয়ে ফ্রান্স। বড় আসরে এটা হবে দুই দলের ষষ্ঠ লড়াই। প্রথম চারটির মধ্যে তিনটিই জিতে নেয় ফ্রান্স (১৯৮৪ ইউরোর ফাইনালে ২-০তে, ২০০০ ইউরোর শেষ আটে ২-১-এ ও ২০০৬ বিশ্বকাপের শেষ আটে ৩-১-এ)। সর্বশেষ ২০১২ ইউরোর কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে জিতেছে স্পেন। ১৯৯৬ ইউরোর গ্রুপ পর্বে দুই দলের লড়াইটা ড্র হয় ১-১ গোলে।
ফুটবলপ্রেমিরা মনে করছেন, মিউনিখে আজ ফ্রান্স-স্পেন লড়াই উত্তাপ ছড়াবে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের দল দুটি তারকায় ঠাসা। চলতি আসরে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে সবগুলো ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে স্পেন। তবে স্পেনের তারকাখচিত মিডফিল্ড ও আক্রমণ ভাগকে চিন্তায় ফেলে দিতে তৈরি আছে ফরাসি রক্ষণভাগ। চলতি আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই তাদের গোলবার ছিল অক্ষত। অনবদ্য পারফর্ম করে চলেছেন ফ্রান্সের গোলকিপার মাইক মিগনান। এখন পর্যন্ত শতকরা ৯৪ শতাংশ বল ঠেকিয়ে দিয়েছেন তিনি, যা চলতি আসরে সর্বোচ্চ। এছাড়া ২০১২ আসরে স্পেনের ইকার ক্যাসিয়ারের (৯৪ শতাংশ) পর এটাই ইউরোতে সেরা।