1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
অ্যাস্টন ভিলার শেষ ম্যাচে অশ্রুসিক্ত চোখে বিদায় নিলেন মার্তিনেজ — Nobanno TV
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

অ্যাস্টন ভিলার শেষ ম্যাচে অশ্রুসিক্ত চোখে বিদায় নিলেন মার্তিনেজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৮ বার পঠিত

ম্যাচটা ছিল ঘরের মাঠ ভিলা পার্কে অ্যাস্টন ভিলার এই মৌসুমের শেষ ম্যাচ। টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে উনাই এমেরির দল। তবে সবকিছু ছাপিয়ে এদিন মনোযোগ কেড়ে নিয়েছে এমিলিয়ানো মার্টিনেজের কান্না। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন অ্যাস্টন ভিলার এই আর্জেন্টাইন গোলরক্ষক। অশ্রুসিক্ত চোখে ঘরের মাঠে দর্শকদের থেকে বিদায় নিয়েছেন তিনি। যে ঘটনার পর তার দল ছাড়ার গুঞ্জন চাউর হয়েছে।

গতকাল শনিবার (১৭ মে) ভিলা পার্কে এজরি কোনসা ও বৌবাকার কামারার গোলে টটেনহ্যামকে ২-০ হারিয়েছে স্বাগতিক অ্যাস্টন ভিলা। এই ম্যাচের পরই ভিলার গোলরক্ষক এমি মার্টিনেজের ক্যারিয়ার নিয়ে নতুন গুঞ্জন দানা বেঁধেছে। মাঠ ছাড়ার সময় এদিন তিনি ভেজা চোখে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন।

মার্টিনেজের হাত নাড়ানো আদতে সমর্থকদের জন্য বিদায়বার্তা বলে মন্তব্য করেছেন রয় কিন ও হ্যারি রেডন্যাপ। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কিন বলেন, ‘তার বিদায় তাদের (অ্যাস্টন ভিলা) জন্য বড় ক্ষতি হতে যাচ্ছে।’ ইংলিশ কোচ রেডন্যাপ বলেন, ‘তার হাত নাড়ানো দেখে মনে হচ্ছে সে নিশ্চিতভাবে বিদায় নিচ্ছে।’

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তুন এদুলেরও দাবি মার্টিনেজ ভিলা পার্ক ছাড়ছেন। তিনি জানিয়েছেন, ২০২৪-২৫ মৌসুম শেষেই ভিলা পার্ক ছাড়ছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। তার কাছে ইউরোপের দুটি শীর্ষ ক্লাবের প্রস্তাব ছাড়াও আছে সৌদি প্রো লিগের ক্লাবের লোভনীয় প্রস্তাব।

ম্যাচের পর অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরিকেও কথা বলতে হয়েছে বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষককে নিয়ে। তবে তিনিও পরিষ্কার করে বলেননি কিছুই।

এমেরি মার্টিনেজের ব্যাপারে বলেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে। অবশ্যই , এখানে (ভিলা পার্কে) এটা শেষ ম্যাচ (এই মৌসুমের) এবং আমি জানি না (মার্টিনেজ দল ছাড়বে কি-না)। আমাদেরে দলের বিষয়াদি দেখতে হয়, খেলোয়াড়দেরটাও, কিন্তু মাঠে প্রতিক্রিয়া দেখানো তাদের কাজ।’

শেষ পর্যন্ত যদি মার্টিনেজ ভিলা পার্ক ছাড়েন তবে কোথায় হতে পারে তার গন্তব্য, ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবে যাবেন তিনি নাকি মোটা অঙ্কের অর্থ কামাতে পাড়ি জমাবেন সৌদি লিগে? এদুল জানিয়েছেন, আপাতত সৌদি লিগে যাবার কথা ভাবছেন না এই গোলরক্ষক। ৩২ বছর বয়সী মার্টিনেজ ইউরোপের কোনো শীর্ষ ক্লাবে খেলেই আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com