1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ : কোয়ার্টারে ফাইনালে ব্রাজিল, বিদায় আর্জেন্টিনার — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ : কোয়ার্টারে ফাইনালে ব্রাজিল, বিদায় আর্জেন্টিনার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ বার পঠিত

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের সর্বশেষ রাউন্ডে একইদিনে হেরেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এদিকে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে দুই রকম ফল হয়েছে লাতিন আমেরিকার দল দুটির।

কলম্বিয়ায় চলমান মেয়েদের ইয়ুথ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। নকআউট পর্বে ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সেমিতে ওঠার লড়াইয়ে ১৫ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিলের মেয়েরা।

ব্রাজিলের জয়ের দিনে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে। জার্মানির কাছে ৫-১ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনার মেয়েরা। জার্মানির হয়ে জোড়া গোল করেন নাচতিগাল। এছাড়া একটি করে গোল করেন জানজিন, ব্যান্ডের ও জিকাই। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন লোম্বারডি ল্যারের।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com