1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
করোনার নতুন ধরন শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা — Nobanno TV
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

করোনার নতুন ধরন শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৭১ বার পঠিত
করোনার নতুন ধরন শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ডেনমার্কে করোনার নতুন ধরন শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

তবে নতুন এই ধরনের প্রভাব সম্পর্কে বিস্তারিত কিছুই জানতে পারেনি তারা।

শনাক্তের বিষয়টি শুক্রবার ডব্লিউএইচও এবং মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর এএফপির।

 

ডব্লিউএইচও নতুন এই ধরনটিকে আলাদাভাবে নজরদারিতে রেখেছে।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ভ্যারিয়েন্টটিকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখার কথা নিশ্চিত করেছে।

ডাব্লিউএইচও বলেছে, নতুন এই ধরনের মাত্র চারটি পরিচিত ধাপ রয়েছে। বাকি সবকিছু এখনো অজানা।

তাই অতি সতর্কতার সঙ্গে এর ওপর গবেষণা করা হচ্ছে। সংস্থাটি সব মিলিয়ে ১০টির বেশি নতুন ধরন এবং তাদের বংশধরদের ওপর নজর রাখছে।

 

তবে করোনার সংক্রমণ কমে আসায় বিশ্বের অধিকাংশ দেশই এ সংক্রান্ত বাড়তি সতর্কতা থেকে সরে এসেছে।

এখন আর অতটা প্রাণঘাতি না থাকায় করোনা সংক্রান্ত কোনো বিধিনিষেধই বিশ্বের বেশিরভাগ দেশে পালন করা হচ্ছে না।

কিন্তু ডব্লিউএইচও এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়ে সতর্কতার সহিত পর্যবেক্ষণে রাখার আহ্বান জানিয়েছে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com