শাবান মাস প্রায় শেষের দিকে। রমাজানের স্নিগ্ধতায় ভরে উঠুক মুমিন হৃদয়। রমজান কড়া নাড়ছে আমাদের দুয়ারে। আকাশে-বাতাসে বয়ে বেড়াচ্ছে রমজানের একটা স্নিগ্ধ আমেজ।
জান্নাতের খুশবুতে মেতে উঠুক ধরণির আকাশ-বাতাস, বন-বনানী আর মাঠ-ঘাট। সবখানে যেনো মেখে বেড়াচ্ছে রমজানের একটা অপূর্ব সৌরভ। যার ঘ্রাণে বিমোহিত হবে, মুসলমানদের সুপ্ত হৃদয়। মুমিন মেতে ওঠবে ইবাদতে। সিয়াম সাধনায় তাকওয়াই হয়ে ওঠবে জীবনের পাথেয়।
সিয়াম -সাধনার আত্মত্যাগের মহিমায় আলোকিত হোক প্রতিটি মুমিন হৃদয়। জান্নাতি সাজে সুসজ্জিত হোক পৃথিবীর দিক দিগন্ত।
অন্যায় অবিচার ভুলে সবাই সিয়াম সাধনায় অর্পিত করে দিক প্রভুর সমীপে। পুণ্যের ঝলকানিতে ধরাধামে ফিরে আসুক মানুষ্যত্বের মানবিকতা। যেই মানবিকতায়,পৃথিবীতে ফুটে উঠবে সাম্যের ফুল।
রমজানের শিক্ষাকে অন্তরে ধারণ করে, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার প্রতিশ্রুতি জাগ্রত হোক। পুরো বছরের পাথেয় অর্জিত হোক রমজানকে ঘিরে।
সেই উদ্দেশ্যকে হৃদয়ে ধারণ করে। সেই ত্যাগ আর তিতিক্ষার সাধনায় আসুন নিজেকে বিলিয়ে দেই।
তাকওয়া আর ভয়-ভীতি মুক্তার ন্যায় মধ্যস্থতায় সেই পাপকে অন্তর থেকে বিলীন করে দিক। নবী চরিত্রের অমৃত সুধা পান করুক তৃষ্ণাতুর হৃদয়গুলো।
চারদিকে ভেসে আসুক সিয়ামের একটা অপূর্ব মাধুর্যতা। যেই অপূর্ব মাধুর্যতায় মুমিনকে জাগায় আখেরাতের চেতনা,আর অন্ধকার জাহিলিয়াতের প্রতি দূরত্ব ভাব। তবেই মুমিন ব্যক্তি সার্থক। তাই চলুন সেই আনন্দের মুর্ছনায় হারিয়ে যেতে এবার নিজেকে বারংবার সপে দেয় মহামহিম সেই রবের কাছে। এখন থেকেই প্রস্তুতি নেই রমজানের। দুনিয়ার ব্যস্ততা এখনই কমিয়ে ফেলুন। এ মাসকে আল্লাহর ইবাদতে শপে দিন।
আজ তবে অঙ্গিকার হোক ইবাদতের মাসে, ইবাদতের মাঝে, নিজেকে বিলীন করে দেয়ার। তবেই কিন্তু সার্থক হবে মুমিন জীবন।