1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
২০২৫ সালের বিশ্বসেরা বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গি — Nobanno TV
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:০২ অপরাহ্ন

২০২৫ সালের বিশ্বসেরা বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পঠিত

লন্ডন-ভিত্তিক বিমান পরিবহন পরামর্শদাতা স্কাইট্র্যাক্সের ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসে চাঙ্গি বিমানবন্দর ২০২৫ সালে বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে মনোনীত হয়েছে। ২০২৪ সালে এই তালিকায় শীর্ষে ছিলো কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।

এ নিয়ে চাঙ্গি ১৩তমবারের মতো প্রথম স্থাপন অর্জন করেছে। যা ২০০০ সালে শুরু হওয়া পুরষ্কারের ইতিহাসে একটি রেকর্ড।

৯ এপ্রিল স্পেনের মাদ্রিদে আয়োজিত অনুষ্ঠানে চাঙ্গি বিমানবন্দর ৬ কোটি থেকে ৭ কোটি যাত্রীকে সেবা প্রদানকারী সেরা বিমানবন্দর, সেরা বিমানবন্দর ডাইনিং অভিজ্ঞতা এবং বিশ্বের সেরা বিমানবন্দর ওয়াশরুমের খেতাবও পেয়েছে।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর দ্বিতীয় স্থানে রয়েছে, তারপরে জাপানের টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর (হানেদা), এরপর চতুর্থ স্থানে আছে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে পঞ্চম স্থানে।

এদিকে, ক্রাউন প্লাজা চাঙ্গি বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দর হোটেল এবং এশিয়ার সেরা বিমানবন্দর হোটেল পুরষ্কার জিতেছে। এনিয়ে টানা দশম বছরের মতো চাঙ্গি বিমানবন্দর টার্মিনাল-৩ এর হোটেলটি এই পুরষ্কার জিতেছে।

স্কাইট্র্যাক্স পরিচালিত একটি বিশ্ব জরিপের উপর ভিত্তি করে এই পুরষ্কারগুলি দেওয়া হয়েছিল। আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ১০০টিরও বেশি দেশের ১৩ মিলিয়নেরও বেশি বিমানবন্দর ব্যবহারকারী জরিপে সাড়া দিয়েছেন।

ভ্রমণকারীদের বিভিন্ন পয়েন্টে তাদের অভিজ্ঞতা অনুসারে বিমানবন্দরের রেটিং করতে বলা হয়েছিল। যেমন চেক-ইন, আগমন, স্থানান্তর, কেনাকাটা, নিরাপত্তা এবং অভিবাসন থেকে শুরু করে গেটে প্রস্থান পর্যন্ত।

স্কাইট্র্যাক্সের প্রধান নির্বাহী এডওয়ার্ড প্লেস্টেড এটিকে “মহান অর্জন” বলে অভিহিত করেছেন। চাঙ্গি বিমানবন্দর ১৩ বার রেকর্ড ভঙ্গ করে বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে মনোনীত হয়েছে।

তিনি এক বিবৃতিতে আরও বলেন, বিমানবন্দরের অভিজ্ঞতায় গ্রাহক সন্তুষ্টির ক্ষেত্রে ওয়াশরুম একটি প্রধান চালিকাশক্তি হওয়ায় আমরা সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরকে প্রথমবারের মতো বিশ্বের সেরা বিমানবন্দর ওয়াশরুমের পুরষ্কার পাওয়ার জন্য অভিনন্দন জানাই।

চাঙ্গি বিমানবন্দর গ্রুপ (সিএজি) এর প্রধান নির্বাহী ইয়াম কুম ওয়েং বলেন, এই স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের এবং এটি অবশ্যই আমাদের সর্বোত্তম ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত করে। আমরা আমাদের সকল যাত্রীদের আস্থার ভোটের জন্য ধন্যবাদ জানাই।

স্কাইট্র্যাক্স ১৯৯৯ সালে তাদের প্রথম বিশ্বব্যাপী বিমানবন্দর গ্রাহক সন্তুষ্টি জরিপ শুরু করে এবং ২০০০ সালে প্রথম বিশ্ব বিমানবন্দর পুরষ্কার প্রদান করে।

চাঙ্গি বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দর পুরষ্কারের প্রথম বিজয়ী ছিল এবং ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর ধরে শীর্ষস্থান দখল করে।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com