1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
সৌদির যুবরাজ এর সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

সৌদির যুবরাজ এর সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১০৬ বার পঠিত
পররাষ্ট্রমন্ত্রী

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

জেদ্দায় দুই নেতার ওই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে তেহরান।

অন্যদিকে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ভবিষ্যতে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রকে গুরুত্ব দিয়েছে উভয়পক্ষ।

মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক পরাশক্তি সৌদি আরব ও ইরান।

তাদের দীর্ঘদিনের বৈরিতার কারণে অস্থিতিশীলতা তৈরি হয় গোটা মধ্যপ্রাচ্যে।

তবে, সম্প্রতি সে গুমোট হাওয়া ধীরে ধীরে সরতে শুরু করেছে দু’দেশের মধ্যে।

শুক্রবার (১৮ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহ বৈঠক করেন বলে জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন।

এছাড়া সৌদি প্রেস এজেন্সি বলছে, ভবিষ্যতে সৌদি আরব ও ইরানের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।

তবে বৈঠকে রিয়াদ-তেহরানের মধ্যে বিবাদমান গ্যাসক্ষেত্র নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, সে বিষয়ে কিছুই জানা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন ইরানের শীর্ষ কূটনৈতিক।

এসময় তার সঙ্গী ছিলেন রিয়াদে নিযুক্ত তেহরানের নতুন রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি।

২০১৬ সালে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর চলতি বছরের মার্চে চীনের প্রচেষ্টায় জোড়া লাগতে শুরু করে রিয়াদ-তেহরান সম্পর্ক।

এরপরই মধ্যপ্রাচ্যের নানা বিবাদমান ইস্যুতে একে একে সমাধান আসতে শুরু করে।

এরমধ্যেই, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফর সৌদি-ইরান সম্পর্ক স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com