1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
সুদানে বাঁধ ভেঙে ৬০ জনের মৃত্যু, আরও প্রাণহানির আশঙ্কা — Nobanno TV
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

সুদানে বাঁধ ভেঙে ৬০ জনের মৃত্যু, আরও প্রাণহানির আশঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫৪ বার পঠিত
পূর্ব সুদানে আরবাত বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা হয়ে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজের সংখ্যা শতাধিক। মঙ্গলবার (২৭ আগস্ট) দ্য রেড সি স্টেটস ওয়াটার করপোরেশনের ওমর ইসা তাহির বলেন, বাঁধ ভেঙে দেশটির রাজধানী পোর্ট সুদানের কাছাকাছি গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে। বাঁধ এলাকা ও আশেপাশের গ্রামগুলোতে জরুরি সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আরবাত বাঁধটি ২৫ মিলিয়ন কিউবিক মিটার পানি ধারণ করতে সক্ষম ছিল। বাঁধ ভেঙে এলাকাজুড়ে পানি প্রবাহিত হওয়ায় বহু মানুষ আটকা পড়েছে, এবং তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। বিমানবাহিনী এবং উদ্ধারকর্মীরা পাহাড়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের উদ্ধার করতে কঠোর পরিশ্রম করছেন। সুদানের পানি কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেছেন, বন্যায় পুরো এলাকাটি ধ্বংস হয়ে গেছে। গত ১৬ মাস ধরে চলমান গৃহযুদ্ধের কারণে ইতোমধ্যে বিধ্বস্ত সুদান এবার অতিরিক্ত বন্যা ও ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে। এটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং অনেক গ্রাম সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, বাঁধ ধ্বংসের ফলে সুদানের ফাইবার-অপটিক যোগাযোগ ব্যবস্থাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটির অনেক অংশে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। উদ্ধারকর্মীরা এবং স্থানীয়রা জীবন রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। সুদানের সেনাপ্রধান আবদুল-ফাত্তাহ আল-বুরহান বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং ফেডারেল ও রাষ্ট্রীয় সংস্থাগুলোকে নাগরিকদের সাহায্য করার জন্য নির্দেশ দিয়েছেন। যুদ্ধ, দুর্ভিক্ষ, এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটির পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে। নবান্ন টিভি  

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com