সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এক হয়ে লড়াই করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
জাপানি উপনিবেশ থেকে কোরিয়ার স্বাধীনতা অর্জনের ৭৮তম বর্ষপূর্তিতে একে অপরকে পাঠানো চিঠিতে সাম্রাজ্যবাদ ধ্বংসের প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
বর্তমান বিশ্বে বহুল আলোচিত দুই নেতা কিম জং উন ও ভ্লাদিমির পুতিন।
একজন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা, অন্যজন রাশিয়ার প্রেসিডেন্ট।
সম্প্রতি তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বেশ কয়েকটি পদক্ষেপ লক্ষ্য করা গেছে।
এবার আলোচনায় এসেছে দুই নেতার চিঠি বিনিময়ের বিষয়টি।
আন্তর্জাতিক সব গণমাধ্যম বলছে, জাপানি উপনিবেশ থেকে কোরিয়ার স্বাধীনতা অর্জনের ৭৮তম বর্ষপূর্তিতে একে অপরকে চিঠি লিখেছেন কিম ও পুতিন।
চিঠিতে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এক হয়ে লড়াই করার ঘোষণা দিয়েছেন তারা।
একইসঙ্গে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকারও করেছেন এই দুই নেতা।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, পুতিনকে লেখা চিঠিতে কিম বলেছেন,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে ওঠে।
বর্তমানে দেশ দুটি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়ে যাচ্ছে। আগামীতেও কাধে কাধ মিলিয়ে লড়াই চালিয়ে যাবেন তারা।
অন্যদিকে, কিমকে লেখা চিঠিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার কথা জানান পুতিন।
এর আগে, গত মাসে ঐতিহাসিক সফরে উত্তর কোরিয়ায় যান রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
তাকে নিজেদের সব অত্যাধুনিক অস্ত্র দেখান কিম। চলমান ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের।
তবে, এমন অভিযোগ অস্বীকার করেছে পিয়ংইয়ং ও মস্কো।