1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
শুরু হলো ইসলামাবাদের 'অপারেশন বুনয়ান-উন-মারসুস' — Nobanno TV
শনিবার, ১০ মে ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

শুরু হলো ইসলামাবাদের ‘অপারেশন বুনয়ান-উন-মারসুস’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫ বার পঠিত

পাকিস্তানে একযোগে তিন বিমান ঘাঁটিতে মিসাইল হামলার পর ভারতে সামরিক অভিযান ‘অপারেশন বুনয়ান-উন-মারসুস’ শুরু করেছে ইসলামাবাদ। ভারতের কয়েকটি কৌশলগত অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।

এর আগে পাকিস্তান বিমান বাহিনীর তিনটি ঘাঁটিতে আক্রমণ চালায় ভারত। এগুলো হলো নূর খান এয়ার বেজ, মুরিদ বেস এবং শুরকোট এয়ার বেজ। ভারত এসব ঘাঁটিতে বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান। সংবাদমাধ্যমটি বলেছে, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ওই সময় নূর খান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, যা তৎক্ষণাৎ প্রতিহতের দাবি করেছে ডিজিএফআই। ঘাঁটির কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করেছে সংস্থাটি। ভারতের এ হামলার পর পর পাকিস্তানের পুরো আকাশসীমা মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com