বুকে ব্যথা নিয়ে বুধবার (২৪ এপ্রিল) বুয়েনস এইরেসের সান ইসিদ্রোয় সানাতোরিও লা ত্রিনিদাদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কার্লোস তেভেজ। এরপর তাকে নানান পর দিনের শেষ ভাগে ছেড়ে দেয়া হয় আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকারকে।
বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৪০ বছর বয়সী তারকা কার্লোস তেভেজ। বর্তমানে আর্জেন্টিনার ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের কোচের দায়িত্বে আছেন তেভেজ। ইন্দিপেন্দিয়েন্তের এক্স বার্তায় জানানো হয়, ‘আমাদের কোচ কার্লোস তেভেজ বুকে ব্যথা নিয়ে সান ইসিদ্রোয় লা ত্রিনিদাদ হাসপাতালে ভর্তি হয়েছেন। সে সময়ে পরীক্ষা করে সন্তোষজনক কথা বলেছেন সংশ্লিষ্টরা।’
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর খবরটি জানায় তেভেজ ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে। তারা এক বিবৃতিতে জানায়, ‘কার্লোস তেভেজের শারীরিক পরীক্ষা–নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি বাসায় ফিরে বিশ্রাম নেবেন এবং আগামীকাল অনুশীলনে ফিরবেন।’
ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, য়্যুভেন্তাস, ওয়েস্ট হ্যাম ও বোকা জুনিয়র্সের সাবেক ফরোয়ার্ড তেভেজ গত বছরের আগস্টে ইন্দিপেন্দিয়েন্তে কোচের দায়িত্ব নেন। ইন্দিপেন্দিয়েন্তে কোচের দায়িত্ব নেয়ার আগে তেভেজ রোজারিও সেন্ট্রালের কোচের দায়িত্বে ছিলেন। আর্জেন্টিনার জার্সি গায়ে ৭৬ ম্যাচ খেলা তেভেজ করেছেন ১৩ গোল। ২০২২ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন তেভেজ।