লিফটে আটকা পড়ে আতঙ্কগ্রস্ত হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
আর সেই জন্যই কিনা নিজেকে শান্ত রাখার জন্য হোমওয়ার্ক করার সিদ্ধান্ত নেয় আট বছর বয়সি এক ছেলে শিশু।
ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে,
গত ২০ আগস্ট ফরিদাবাদের ওম্যাক্স হাইটস সোসাইটির একটি অ্যাপার্টমেন্টে আট বছর বয়সি এক শিশু প্রায় দুই ঘণ্টা ধরে লিফটে আটকে ছিল।
এসময় উদ্বিগ্ন না হয়ে শিশুটি শান্ত থাকার জন্য তার হোমওয়ার্ক করেছে।
ছেলেটির নাম গারভিট। তারা বাবা পবন চান্দিলা গুরুগ্রামে কাজ করেন।
তিনি জানান, তাদের পরিবার ওম্যাক্স হাইটস সোসাইটি অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় থাকেন।
২০ আগস্ট স্থানীয় সময় ৫টা দিকে ছেলেটি নিচতলায় গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় লিফটে আটকে যায়।
যদিও শিশুটি প্রতিদিন মায়ের সঙ্গে লিফটে নিচে নামতো, সেইদিন তার মা অসুস্থ থাকায় একাই লিফটে উঠে।
দুর্ঘটনাক্রমে ভবনের দ্বিতীয় তলায় লিফটি আটকে যায়।
ছেলেটির বাবা পবন চান্দিলা দ্য ট্রিবিউনকে বলেন,
লিফটে এ ধরনের পরিস্থিতিতে নিরাপত্তা সম্পর্কে কী করতে হবে আগেই আমরা গারভিটকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছিলাম।
লিফটি আটকে যাওয়ার পর সে লিফটের জরুরি বোতাম ব্যবহার করে এবং দরজায় টোকা দিয়ে সাহায্য নেয়ার চেষ্টা করে।
দুর্ভাগ্যবশত, সেই সময় তাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি।
তিনি আরও বলেন, এই অবস্থায় গারভিট নিজেকে শান্ত রাখার জন্য হোমওয়ার্ক শুরু করে।
আটকে পড়ার প্রায় এক ঘণ্টা পর গৃহশিক্ষক চান্দিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানান, গারভিট এখনও ক্লাসে পৌঁছায়নি।
এরপরই গারভিটের বাবা-মা তাকে খোঁজা শুরু করেন এবং নিরাপত্তারক্ষীর মাধ্যমে আবিষ্কার করেন তাদের ভবনের লিফট বন্ধ রয়েছে।
পরে টেকনিশয়ানদের ডেকে অবশেষে সন্ধ্যা ৭টার দিকে গারভিটকে লিফট থেকে নিরাপদে উদ্ধার করা হয়।
লিফটের নিয়মিত ত্রুটির কথা উল্লেখ করে পরিবারটি কাজের অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।
আরও পড়ুন :