১১ই এপ্রিল রোজ শুক্রবার বাদ জুম্মা চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ও চাঁদপুর সদরের মধ্যবর্তী বাংলা বাজারে ইসরাইলের গাজায় গণহত্যা বন্দো ও তাদের অন্যায় জুলুম বন্ধোর উদ্দেশ্য তাদের সব ধরনের অন্যায় কাজের বিরুদ্ধিতা করে বিক্ষোভ মিছিল বের হয় ।
বিক্ষোভ মিছিলটি বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে মাঝী বাড়ি জামে মসজিদে এসে মিলিত হয়, এতে অংশগ্রহণ করে সুইচগেইট জামে মসজিদের মুসুল্লিরাসহ আশেপাশের সকল মসজিদের মুসুল্লি। মিছিল শেষে হালিম স্যারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনাব খলিল মাস্টার, ও মাঝী বাড়ি জামে মসজিদের খতিব জনাব আবুল বাশার। এসময়ে উপস্থিত ছিলেন জনাব ঈসমাইল ডালী, সৈয়দ খাঁ,বাবু কাজী,ওলি পাটওয়ারী। উপস্থিত বক্তব্যে বক্তারা বলেন ইসরাইলে সকল পণ্য বয়কট করতে হবে তারা ব্যবসায়ীদেরকে আহ্বান করেন এখন থেকে এসব পণ্য নারাখার জন্য।আরো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তার মুসলমানদের পাশে থাকবেন।এ-সময় আরো উপস্থিত ছিলেন ইমাম ডালী, নজরুল কাজী,মিজান পাটওয়ারী, পারভেজ,আলী আকবর,আরিফ সহ এলাকার ওলামায় কেরামগণসহ, গণ্যমান্য ব্যক্তিবর্গ।সার্বিকভাবে তত্ত্বাবধানে ছিলো ফিদাক সমাজ কল্যাণ পরিষদ।
নবান্ন টিভি/ মোঃ কামরুল ইসলাম