1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ভারতে ঈদের নামাজ রাস্তায় পড়লে পাসপোর্ট বাতিল — Nobanno TV
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

ভারতে ঈদের নামাজ রাস্তায় পড়লে পাসপোর্ট বাতিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২১ বার পঠিত

ঈদের জামাত রাস্তার ওপর পড়লে কঠোর ব্যবস্থার কথা জানাল ভারতের উত্তর প্রদেশের মিরাট পুলিশ। জুমাতুল বিদা (রমজানের শেষ শুক্রবার) ও ঈদুল ফিতরের নামাজও নির্ধারিত মসজিদে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মিরাট পুলিশ সতর্কতা জারি করে বলেছে, এই নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদের পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মিরাটের পুলিশ সুপার (সিটি) আয়ুষ বিক্রম সিং বলেছেন, স্থানীয় মসজিদ বা নির্ধারিত ঈদগাহে ঈদের নামাজ পড়া উচিত, কারো রাস্তায় নামাজ পড়া উচিত নয়।

কেন্দ্রীয় মন্ত্রী ও রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) নেতা জয়ন্ত সিং চৌধুরী বলেছেন, ‘যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়, তবে তাদের পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে। আদালত থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ছাড়া নতুন পাসপোর্ট পাওয়া কঠিন হয়ে পড়বে। আদালত কর্তৃক ব্যক্তিদের ছাড়পত্র না দেওয়া পর্যন্ত এ ধরনের নথি বাজেয়াপ্ত করা থাকে।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com