1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৪৪ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি দুর্নীতি দমনবিষয়ক আদালত। আল-কাদির ট্রাস্ট মামলার একাধিক শুনানিতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি ১৯ কোটি পাউন্ডের মামলা হিসেবেও পরিচিত।

আজ শুক্রবার ট্রায়াল কোর্টের বিচারক নাসির জাভেদ রানা এই পরোয়ানা জারি করেন। তিনি বলেছেন, বুশরা বিবি আল-কাদির ট্রাস্ট মামলার অন্তত আটটি শুনানিতে অনুপস্থিত ছিলেন।

বিচারক জাভেদ রানা বুশরা বিবিকে গ্রেপ্তারের একটি আদেশনামাও পুলিশের কাছে পাঠিয়েছেন। তাঁকে ২৬ নভেম্বরের (আগামী মঙ্গলবার) মধ্যে আদালতে উপস্থিত করতে নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে বুশরা বিবির জামিনের জামিনদারের বিরুদ্ধেও একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

তোশাখানা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ৯ মাস রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ছিলেন বুশরা বিবি। গত মাসে তিনি এ মামলা থেকে জামিন পান।

এদিকে গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় বুশরা বিবি দাবি করেন, ২০২২ সালে ইমরান খান সরকারের পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। এটা নিয়ে দেশটি গুরুতর বিতর্ক চলছে। একই বার্তায় তিনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের ইসলামাবাদে আগামী রোববার ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।

আজ ট্রায়াল কোর্টের শুনানিতে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানকেও উপস্থিত করা হয়েছিল। শুনানিতে আসামিপক্ষের এক আইনজীবী বুশরা বিবির অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বাতিলের অনুরোধ করেন। বুশরা বিবির অসুস্থার পক্ষে প্রমাণ হিসেবে পেশোয়ারের লেডি রিডিং হসপিটালের অসুস্থতা-বিষয়ক কাগজপত্রও দেখান তিনি। কিন্তু দেশটির জাতীয় দায়বদ্ধতা ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা তা নিয়ে আপত্তি করেন।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com