ইদানীং ঘরের কোণে গেম ফোবিয়ায় মত্ত অসংখ্য মানুষ। তারা নেশায় এতোটাই বুঁদ হয়ে থাকেন; কোন পরিবেশে রয়েছেন অনেক সময় তাও মাথা থেকে বের হয়ে যায়। এমনই একটি ঘটনা ঘটালেন নতুন বর। নিজের বিয়েতেই লুডু খেলায় ব্যস্ত হয়ে পড়েছেন অনলাইনে। অন্যদিকে চলছে বিয়ের সব তোড়জোড়। ভারতে ঘটে যাওয়া সেই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
ভাইরাল হওয়া ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দিয়েছেন একজন ব্যবহারকারী। সেখানে দেখা যায়, সামনে চলছে বিয়ে। টোপর মাথায় বরের সামনে পালন করা হচ্ছে বিয়ের নিয়ম।
অথচ বরের মন তখন নিজের পেছন দিকে বসে থাকা দুই বন্ধুর দিকে। অনেকটা লুকিয়েই লুডু খেলছেন বর। তাদের সামনে থাকা স্মার্টফোনেই নজর আটকে রয়েছে বরসহ তিন বন্ধুর। তাতে খেলা হচ্ছে অনলাইন লুডু।
ছবির ভাষাটা এমন, বিয়ে হচ্ছে হোক, লুডুই জেতা ‘মাস্ট’। মুসকান নামের হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ছবির ক্যাপশনে লেখা, ‘ভাইয়ের জীবনের গুরুত্ব কিন্তু একেবারে পরিষ্কার’। মজার ছলেই যে ক্যাপশন ও পোস্ট তা স্পষ্ট।
সর্বশেষ দেখা যায়, এক্সে ৪ লাখ ৬৫ হাজার ব্যবহাকারী ছবিটি দেখেছেন। ছবিতে বরের এই কাণ্ড দেখে অনেকে মজার মজার মন্তব্য করেছেন। ছবির নিচে মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই তার নিজের কাজকেই অগ্রাধিকার দিচ্ছেন।’
ছবিটি ভাইরাল হওয়ার পর নানা শ্রেণিপেশার মানুষ এতে মজার ও কৌতুককর মন্তব্য করতে থাকেন।