সৌদি আরব সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে, যেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ মোট ১৪টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে ২০২৫ সালের জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রভাব পড়বে হাজার হাজার বিদেশি কর্মী এবং নিয়োগদাতাদের ওপর।
❖ যেসব দেশের জন্য ভিসা স্থগিত:
১. বাংলাদেশ
২. ভারত
৩. পাকিস্তান
৪. মিশর
৫. ইন্দোনেশিয়া
৬. ইরাক
৭. নাইজেরিয়া
৮. জর্ডান
৯. আলজেরিয়া
১০. সুদান
১১. ইথিওপিয়া
১২. তিউনিসিয়া
১৩. ইয়েমেন
১৪. মরক্কো
ব্লক ওয়ার্ক ভিসা হচেছ সৌদি নিয়োগকর্তাদের জন্য পূর্ব-অনুমোদিত কোটা যার মাধ্যমে তারা নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগ করতে পারে। এই ভিসার মাধ্যমে নির্দিষ্ট কোম্পানিতে কাজ করার জন্য বিদেশি নাগরিকদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হয়। একবার একটি কোটা অনুমোদিত হলে কম্পানিগুলো তাদের নির্বাচিত প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার আবেদন করতে পারে। একে গ্রুপ ভিসাও বলা হয়।
সৌদি আরব জানিয়েছে, হজ মৌসুমে জনসমাগম নিয়ন্ত্রণ, অবৈধ হজ প্রতিরোধ এবং অভিবাসন নীতির কঠোর প্রয়োগ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেকেই সৌদি আরবে ভিন্ন ভিসার মাধ্যমে প্রবেশ করে অনুমোদনহীনভাবে হজ পালন করার চেষ্টা করছিলেন, যা নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছিল।
শুধু ব্লক ওয়ার্ক ভিসাই নয়, একইসঙ্গে ওমরাহ, পারিবারিক ভিজিট এবং ব্যবসায়িক ভিসা প্রক্রিয়াতেও কঠোরতা আরোপ করা হয়েছে। অনেক আবেদন বাতিল হচ্ছে এবং ভিসা জটিলতা বেড়েছে। সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জারি করেছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি।
সৌদি কর্তৃপক্ষ দেশটির নিয়োগকর্তাদের বিকল্প দেশ থেকে কর্মী নিয়োগের পরামর্শ দিয়েছে। একইসঙ্গে ভিসা বিষয়ক সর্বশেষ তথ্যের জন্য সরকারি পোর্টাল নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।
এই নিষেধাজ্ঞা সাময়িক হলেও, বাংলাদেশি চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি বড় ধাক্কা। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং ২০২৫ সালের হজ মৌসুম শেষে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।