1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বড়দিনেও ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ১ — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

বড়দিনেও ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে বড়দিনের সকালে ‘বড় ধরনের’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শহরটির মেয়র ইগর তেরেখভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানান।

বুধবার (২৫ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তেরেখভ লেখেন, ‘খারকিভ বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’

তিনি আরও বলেন, ‘এখনও শহরের দিকে ধেয়ে আসছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।’

আঞ্চলিক গভর্নর দাবি করেছেন, তার হিসেব মতে রাশিয়া অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে খারকিভে। হতাহতের সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বুধবার দিনের প্রথমভাগে ৫৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। এদিকে ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, কৃষ্ণসাগর থেকে কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। তবে তা কোথায় আঘাত হেনেছে তা জানানো হয়নি।

সম্প্রতি পূর্ব ইউক্রেনে অভিযানের মাত্রা বাড়িয়েছে রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাগ্রহণের আগে মস্কো যতবেশি সম্ভব ইউক্রেনীয় ভূখণ্ড দখল করতে চাচ্ছে।

ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে এই যুদ্ধ থামিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে, তিনি এখনো কোনো যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির শর্ত প্রস্তাব করেননি।

রুশ সামরিক বাহিনীর দাবি, এ বছর ১৯০টিরও বেশি ইউক্রেনীয় বসতি দখল করেছে তারা। অপরদিকে, জনবল এবং গোলাবারুদের সংকটের মাঝে যুদ্ধ পরিচালনা করতে হিমশিম খাচ্ছে কিয়েভ।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com