সপ্তাহ গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এ সময়ের মধ্যে নিহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে অন্তত ১১ জন সাংবাদিক রয়েছেন।
শুক্রবার (১৩ অক্টোবর) কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, গত এক সপ্তাহে এ যুদ্ধে ১১ জন সাংবাদিক নিহত হয়েছেন।
এর মধ্যে সবশেষ মারা গেছে রয়টার্সের ভিডিওগ্রাফার ইশাম আব্দুল্লাহ। লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণে তিনি নিহত হয়েছেন। খবর- আনাদোলু’র।
প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহে ১১ জন নিহত ছাড়াও দুজন আহত এবং দুজন নিখোঁজ হয়েছেন। নিহত ১১ জনের মধ্যে ৯ জন ফিলিস্তিনি।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া বাকি দুজনের একজন ইসরায়েলি এবং অপরজন নিখোঁজ রয়েছেন।
সিপিজের প্রতিবেদেন বলা হয়েছে, যুদ্ধ ও বিমান হামলার মধ্যে ফিলিস্তিনে দায়িত্ব পালন করা সাংবাদিকরা বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছেন।
সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রোগ্রাম কো-অর্ডিনেটর বলেন, ‘সিপিজে জোরদার করছে যে সাংবাদিকরা বেসাসরিক লোক।
তারা যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ফলে যুদ্ধের সময় তাদের টার্গেট করা উচিত নয়।
তারা যুদ্ধের সময় বিশাল স্যাক্রিফাইস করে থাকেন। ফলে সকলের তাদের নিরাপত্তা নিশিচত করা উচিত।
কোনোভাবে কোনো পক্ষেরই তাদের মৃত্যুর দিকে টেলে দেওয়া উচিত নয়।’
আরও পড়ুন :