1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
প্লেন উড়ার মাঝে আকাশে ঘুমিয়ে পড়েন দুই পাইলট! — Nobanno TV
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

প্লেন উড়ার মাঝে আকাশে ঘুমিয়ে পড়েন দুই পাইলট!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৭৫ বার পঠিত

মাঝ আকাশে দুই পাইলট ঘুমিয়ে পড়ার পর ইন্দোনেশিয়া স্থানীয় বিমান সংস্থা বাটিক এয়ারের বিরুদ্ধে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সুলাওয়েসি থেকে রাজধানী জাকার্তায় যাওয়ার পথে প্রায় ২৮ মিনিট ঘুমিয়ে পড়েন দুই পাইলট।

খবর অনুসারে, এয়ারবাস এ৩২০ বিমানটি কিছুক্ষণের জন্য পথ থেকে সরে গেলেও নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

চলতি বছরের ২৫ জানুয়ারি দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি থেকে রাজধানী জাকার্তার উদ্দেশে রওনা দেয় বিমানটি। ৩২ বছর বয়সী ওই পাইলট উড্ডয়নের আধা ঘণ্টা পর তার কো-পাইলটকে বিমানের নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে বলেন, তার বিশ্রাম দরকার।
পরিবহণ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ২৮ বছর বয়সী ওই কো-পাইলট রাজি হযন। কিন্তু অসাবধানতাবশত কো-পাইলটও ঘুমিয়ে পড়েন।

প্রতিবেদনে বলা হয়েছে, তার (কো পাইলটে) স্ত্রী ওই সময় সবেমাত্র এক মাস বয়সী যমজ সন্তানের জন্ম দেয় এবং তিনি সন্তানের যত্নে সহায়তা করছিলেন।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com