1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পাকিস্তান ছেড়ে কোথাও যাবেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

পাকিস্তান ছেড়ে কোথাও যাবেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ বার পঠিত
পাকিস্তান

পাকিস্তান ছেড়ে কোথাও যাবেন না পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

এমনকি কারাগার থেকে বের হওয়ার জন্য কোনো সমঝোতা করবেন না বলেও জানিয়েছেন তিনি।

পাকিস্তানের পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি আছেন ইমরান খান। সেখানে তার সঙ্গে দেখা করার পর আইজীবীরা এই কথা জানিয়েছেন।

রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডন।

শনিবার কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট শোয়েব শাহীন বলেন,

ইমরান খান যেকোনো চুক্তি বা সমঝোতার সম্ভাবনা বাতিল করেছেন এবং তার বিদেশে স্থায়ী হওয়ার ধারণাটিকে তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য ভিত্তিহীন প্রচার বলেও অভিহিত করেছেন।

আইনজীবীরা জানান, ইমরান খান বলেছেন বিদেশে তার কোনো সম্পদ বা ব্যাংক অ্যাকাউন্ট নেই।

এছাড়া পিটিআই চেয়ারম্যান পাকিস্তানে আগাম, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দাবি করেছেন এবং

এই নির্বাচনকে ‘দেশের সমস্ত রাজনৈতিক, অর্থনৈতিক ও আর্থিক সংকটের মহৌষধ’ বলে অভিহিত করেছেন।

জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় ইমরান খান দেশের জনগণকে তাদের অধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

অ্যাডভোকেট শাহীনের মতে, ইমরান কখনোই সামরিক বাহিনীর কৌশলের কাছে মাথা নত করবেন না এবং ১০০ বছর কারাগারে থাকতে প্রস্তুত বলেও জানিয়ে দিয়েছেন।

দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে পাকিস্তানের জনগণের চিন্তিত বলেও ইমরান খান জানিয়েছেন।

গত মাসে তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। পরে সেই রায় স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট।

তবে এ মামলায় জামিনে ছেড়ে দেয়ার নির্দেশও দিলেও সাইফার মামলায় তাকে কারাগারেই আটক রাখার নির্দেশনা দেয় সরকারি গোপন নথি আইন বিশেষ আদালত।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com