1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬২ বার পঠিত
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী মুসলিম লীগ (এএমএল) নেতা শেখ রশিদ আহমেদকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

তিনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)-এর মিত্র হিসেবে পরিচিত।

রোববার সন্ধ্যায় রাওয়ালপিন্ডিতে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার আইনজীবী সরদার আব্দুল রাজ্জাক খানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

আইনজীবী সরদার আব্দুল রাজ্জাক দাবি করেন, সাদা পোশাকের থাকা একদল রশিদকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে। তাকে ‘অজ্ঞাত স্থানে’ নিয়ে গেছে।

তিনি বলেন, রশিদের ভাগ্নে শেখ শাকির ও গৃহকর্মী শেখ ইমরানকেও গ্রেপ্তার করা হয়েছে।

পৃথকভাবে একটি ভিডিও বার্তায়, তার ভাতিজা শেখ রশিদ শফিক বলেছেন যে,

তার চাচাকে পাঞ্জাব পুলিশ রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউন ফেজ থেকে গ্রেপ্তার করেছে এবং তার বর্তমান অবস্থান অজানা।

তিনি বলেন, ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ উভয়ই উচ্চ আদালতকে লিখিতভাবে জানিয়েছে শেখ রশিদের নামে এখন কোনো মামলার ঘোষণা করা হয়নি।

শফিক গ্রেপ্তারের নোটিশ নিতে এবং তার চাচাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা খুঁজে বের করার জন্য উচ্চ আদালতের কাছে অনুরোধও করেছেন।

তিনি আরও বলেন, আমরা আইনি লড়াই লড়ব এবং সবসময় নীতির রাজনীতিতে থাকব।

পিটিআই-এর টুইটারে একটি পোস্টে, রশিদের গ্রেপ্তারের নিন্দা করেছে।

এতে বলা হয়েছে, ‘এবার শেখ রশিদের গ্রেপ্তারের মধ্য দিয়ে রাজনৈতিক নিপীড়ন ও ফ্যাসিবাদ অব্যাহত রয়েছে।’

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com