1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন — Nobanno TV
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৪৭ বার পঠিত
ইমরান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি তার স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

জেলে তাকে ‘বিষ’ প্রয়োগও করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে শুক্রবার (১৮ আগস্ট) পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন তিনি।

পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বুশরা বিবি পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে একটি চিঠি পাঠিয়েছেন।

যাতে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার জন্য নির্দেশ দিয়েছেন।

তারপরও তাকে অযৌক্তিকভাবে জেলে বন্দি করে রাখা হয়েছে। ফলে তার নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘তার (ইমরান খান) জীবন এখনও ঝুঁকির মধ্যে রয়েছে, এমনকি অ্যাটক কারাগারে তাকে বিষ প্রয়োগও করা হতে পারে।’

সামাজিক ও রাজনৈতিক বিবেচনায় ইমরান খানকে কারাগারে বি-শ্রেণির সুবিধা দেয়ার দাবি জানান বুশরা।

এছাড়াও দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি যাতে কারাগারে বাড়িতে তৈরি খাবার খাওয়ার সুবিধা পান সে কথাও উল্লেখ আছে চিঠিতে।

তিনি আরও বলেন, অ্যাটক কারাগারে এই সব সুযোগ-সুবিধা পাওয়া যায় না, যা তার স্বামীর প্রাপ্য।

জেল ম্যানুয়েলের কথা উল্লেখ করে সাবেক ফার্স্ট লেডি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খানকে সব সুযোগ-সুবিধা দেয়ার কথা ছিল, কিন্তু ১২ দিন পার হয়ে গেলেও তা দেয়া হয়নি।

দ্য নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে পিটিআই কোর কমিটিও অনুরূপ উদ্বেগ প্রকাশ করেছিল।

স্লো-পয়জনিং প্রক্রিয়ায় দলের প্রধানের খাবারে বিষ প্রয়োগ করা হতে পারে বলে মনে করছেন তারা।

এর পাশাপাশি তাকে তাৎক্ষণিকভাবে বাড়িতে তৈরি খাবার ও পানি সরবরাহের ব্যবস্থা করা উচিত বলে দাবি করেছেন তারা।

তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছর কারাদণ্ডের রায় দেন আদালত।

প্রধানমন্ত্রী পদে থাকা অবস্থায় তিনি যেসব উপহার পেয়েছিলেন, সেগুলোর সঠিক তথ্য না দেয়ায় ইসলামাবাদের একটি আদালত এই রায় দিয়েছিলেন। একই দিন ইমরান খানকে গ্রেফতার করা হয়।

একইসঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com