1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪ বার পঠিত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দেশের প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সৌদি আরবে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চোই বিয়ং-হিউককে মনোনীত করেছেন। খবর আলজাজিরার।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, চোই বিয়ং-হিউক একজন সাবেক সেনা জেনারেল। তাকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।

ইয়োনহাপের তথ্য মতে, গত মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ইউনকে সামরিক আইন জারি করার প্রস্তাব দিয়েছিলেন কিম। তবে দক্ষিণ কোরিয়ার সংসদে সামরিক আইন জারির বিরুদ্ধে প্রস্তাব পাস হলে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন প্রেসিডেন্ট।

বুধবার ভোরে সামরিক আইন প্রত্যাহারের পর চোইকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করা ইউনের প্রথম সরকারি পদক্ষেপ। প্রত্যাহারের ফলে শত শত দক্ষিণ কোরিয়ার সৈন্য, যারা অল্প সময়ের জন্য সিউলের জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছিল, তাদের ব্যারাকে ফিরিয়ে নেয়া হয়।

সামরিক আইন আরোপের চেষ্টার কারণে জনরোষ এবং বিরোধী দলগুলোর নিন্দার মুখে দক্ষিণ কোরিয়ার সংসদে বৃহস্পতিবার ভোরে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব তোলা হয়েছে। বিরোধী ডেমোক্রেটিক পার্টি ইউনের সামরিক আইন প্রচেষ্টাকে রাষ্ট্রদ্রোহী কর্ম বলে আখ্যায়িত করেছে। তাদের আইনপ্রণেতারা শুক্রবারের মধ্যে অভিশংসনের ভোট আয়োজন করবে বলে জানিয়েছে দলটি।

তবে ইউনের নিজ দল প্রেসিডেন্টকে অপসারণের প্রচেষ্টার বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে অভিশংসন প্রক্রিয়া অনিশ্চিতার মধ্যে পড়ে গেছে। বিরোধীদের সংসদে অভিশংসন বিল পাস করার মতো পর্যাপ্ত ভোট নেই এবং তাদের উদ্যোগ সফল করতে শাসক দলের আটজন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com