1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
নতুন ৫ টি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্ত হলো — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

নতুন ৫ টি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্ত হলো

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৯২ বার পঠিত
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন পাঁচ দেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন পাঁচ দেশ

২০২৬-২৭ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নতুনভাবে জায়গা পেয়েছে পাঁচটি দেশ। মঙ্গলবার (৩ জুন) দুই বছরের জন্য দেশগুলোকে নির্বাচিত করা হয়েছে। কলম্বিয়া, কঙ্গো, লাইবেরিয়া,লাটভিয়া এবং বাহরাইন দেশগুলো নির্বাচিত হয়েছে।

নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘের একমাত্র সংস্থা যেখানে আইনি নিষেধাজ্ঞা, ক্ষমতা ব্যবহারের অনুমোদনের মতো সিদ্ধান্ত দিতে পারে। সংস্থাটির স্থায়ী সদস্য হলো পাঁচটি-যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স, এবং বাহরাইন। যাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

১৫ সদস্যের সংস্থাটির অপর ১০টি দেশ অস্থায়ী। যেখানে পাঁচটি দেশ প্রতি বছর নতুন করে যুক্ত হয়। আগামী বছর আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়েনা এবং স্লোভেনিয়ার স্থলাভিষিক্ত হবে যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স, এবং বাহরাইন।

ভৌগলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আসনগুলি আঞ্চলিক গ্রুপের জন্য বরাদ্দ থাকে। জাতিসংঘের সাধারণত পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয় যদিও, সদস্যপ্রার্থী দেশ তাদের গ্রুপে অপ্রতিদ্বন্দ্বী থাকতে পারে।

নতুন নির্বাচিত হওয়া কলম্বিয়া সাধারণ পরিষদে ১৮০,কঙ্গো ১৮৩, লাইবেরিয়া ১৮১, এবং লাটভিয়া ১৭৮,বাহরাইন ১৮৬টি দেশের ভোট পেয়েছে।

এছাড়া, জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবোককে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com