1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নিত্যপণ্যের লাগামহীন বাজারে জ্বালানি তেলের দাম ৩০০ রুপি ছাড়াল পাকিস্তানে
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

নিত্যপণ্যের লাগামহীন বাজারে জ্বালানি তেলের দাম ৩০০ রুপি ছাড়াল পাকিস্তানে

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ বার পঠিত
বাজারে

নিত্যপণ্যের লাগামহীন বাজারে নাজেহাল পাকিস্তানের জনজীবন।

এরমধ্যেই নতুন করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সরকার।

এতে দেশটিতে প্রথমবারের মতো জ্বালানির দাম ছাড়াল ৩০০ রুপি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ডনের এক প্রতিবদেনে বলা হয়, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়।

এতে যথাক্রমে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৩০৫ দশমিক ৩৬ রুপি ও ডিজেল ৩১১ দশমিক ৮৪ রুপি।

এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় জানায়,

আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ক্রমবর্ধমান প্রবণতা ও বিনিময় হারের তারতম্যের কারণে সরকার পেট্রোলিয়াম পণ্যের বিদ্যমান ভোক্তা মূল্য সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্বান্ত অনুযায়ী, পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেড়েছে যথাক্রমে ১৪ দশমিক ৯১ রুপি ও ১৮ দশমিক ৪৪ রুপি। যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

তবে কেরোসিন ও লাইট ডিজেলের দামে কোনো পরিবর্তন আসেনি।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com