আসামি হিসেবে ট্রাম্পের মুখচ্ছবি বা মাগশট প্রকাশের পর ৭১ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে ট্রাম্পের নির্বাচনী শিবির।
শনিবার (২৬ আগস্ট) ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টিভেন চেউং এই তথ্য জানিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্পের ভ্রু কুচকানো, চোখ রাঙানো- এ মাগশটের কারণে সাবেক মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনি প্রচারণায় একরকম ভালো আয় হয়েছে।
৭১ লাখ ডলার সংগ্রহ করেছে ট্রাম্পের নির্বাচনি শিবির। বৃহস্পতিবার জর্জিয়া রাজ্যের আটলান্টায় কয়েদি হিসাবে ট্রাম্পের মাগশট বা মুখচ্ছবি প্রকাশের পর এ অর্থ সংগ্রহ হয়েছে।
মূলত সাবেক মার্কিন প্রেসিডেন্টের মাগশট বিভিন্ন পোশাক, মগ ও কোমল পানীয়ের বোতলে ব্যবহার করা হয়েছে।
এসবের মাধ্যমেই বেশিরভাগ অর্থ তহবিলে এসেছে।
২০২০ সালের ভোটের ফল পাল্টানোর চেষ্টার মামলায় অভিযুক্ত ট্রাম্প গত বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টা কারাগারে আত্মসমর্পণ করে জামিন পান।
২ লাখ ডলার মুচলেকায় জামিন পেলেও ২০ মিনিটের জন্য তাকে জেলে যেতে হয়েছিলো।
আইন অনুযায়ী, আসামি হিসেবে তার ছবিও তোলা হয়। যা মাগশট হিসেবে পরিচিত।
আর এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মত কয়েদি হিসাবে তোলা কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের মাগশট দেখার সুযোগ হয় বিশ্ববাসীর।
যদিও ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করেছেন, বলেছেন মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
জর্জিয়া ও ক্যাপিটল দাঙ্গার মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকে তিন সপ্তাহে ট্রাম্প শিবিরের তহবিলে প্রায় ২ কোটি ডলার সংগ্রহ হয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়েরের পর জনমত জরিপে দেখা গেছে দেশজুড়ে তার জনপ্রিয়তা আরও বেড়েছে
আরও পড়ুন :