1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
জনপ্রিয় আইরিশ সংগীতশিল্পী ৫৬ বছর বয়সে মারা গেলেন সিনিড — Nobanno TV
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

জনপ্রিয় আইরিশ সংগীতশিল্পী ৫৬ বছর বয়সে মারা গেলেন সিনিড

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৪৩ বার পঠিত
সিনিড

৫৬ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় আইরিশ সংগীতশিল্পী এবং অ্যাকটিভিস্ট সিনিড ও’কনর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গায়িকার পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

সিনিড ও’কনরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার।

তিনি বলেন, সিনিড ও’কনরের গান বিশ্ববাসীর প্রিয় ছিল এবং তার প্রতিভা ছিল অতুলনীয়।

এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স শোক প্রকাশ করে গায়িকার সুন্দর ও অনন্য কণ্ঠস্বরের প্রশংসা করেছেন।

তিনি বলেন, ‘আয়ারল্যান্ড এত অল্প সময়ে যা হারিয়েছে তা হলো আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রতিভাধর সুরকার, গীতিকার ও সাম্প্রতিক দশকের পারফর্মারদের একজন।

যিনি শ্রোতাদের জন্য অনন্যপ্রতিভা এবং অসাধারণ আকর্ষণ রেখেছেন।’

১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ গানের মাধ্যমে সবার নজরে আসেন সিনিড।

গানটি মিউজিক চার্টে ওই বছর এক নম্বরে পৌঁছেছিল এবং তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছিল।

সামাজিক অসংগতির বিরুদ্ধে সোচ্চার এবং সংগীত জগতে নারীদের আলাদা এক অবস্থান তৈরিতে সিনিডের অবদান অনস্বীকার্য।

শুধু সংগীতের মাধ্যমেই নয়; বরং ধর্ম, যৌনতা, নারীবাদ ও যুদ্ধ সম্পর্কে স্পষ্টবাদী মতামতের জন্যও সিনিড বিখ্যাত।

সিনিডের মৃত্যুতে মার্কিন সংগীতশিল্পী টরি এমোস, আইরিশ গায়ক শেন ম্যাকগোয়ান ও রক ব্যান্ড আরইএম-এর শিল্পী মাইকেল স্টিপ শোক প্রকাশ করেছেন।

সিনিডের প্রথম অ্যালবাম ‘দ্য লায়ন এন্ড দ্য কোবরা’ প্রকাশিত হয় ১৯৮৭ সালে।

তবে ১৯৯০ সালে প্রকাশিত অ্যালবাম ‘আই ডু নট ওয়ান্ট ওয়াট আই হ্যাভেন্ট গট’ অ্যালবামের মাধ্যমে তিনি আলোড়ন তৈরি করেন।

মৃত্যুর আগে সিনিড ও’কনরের শেষ অ্যালবাম ‘আই অ্যাম নট বসি, আই অ্যাম দ্য বস’। যেটি প্রকাশ পায় ২০১৪ সালে।

সিনিড তার বিখ্যাত ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ গানের জন্য বেশ কয়েকটি গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন।

এছাড়াও গানটির জন্য তিনি এমটিভির ‘ভিডিও অফ দ্য ইয়ার’ এবং ‘বেস্ট ভিডিও বাই অ্যা ফিমেইল আর্টিস্ট’ পুরস্কারে ভূষিত হন।

সিনিডের জন্ম ১৯৬৬ সালের ৮ ডিসেম্বর, আয়ারল্যান্ডের ডাবলিনে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com