1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
গাজায় ক্রমেই বাড়ছে মৃত্যু সংখ্যা — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

গাজায় ক্রমেই বাড়ছে মৃত্যু সংখ্যা

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২০০ বার পঠিত
গাজায় ক্রমেই বাড়ছে মৃত্যু সংখ্যা

গাজায় বিমান হামলার পাশাপাশি স্থাল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৮ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ৭২৪ শিশুসহ অন্তত ২ হাজার ২২৮ ফিলিস্তিনি এখন পর্যন্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯ হাজার মানুষ।

চিকিৎসা সরঞ্জামের অভাব ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে গাজার হাসপাতালগুলো ‘কবরস্থানে’ পরিণত হয়েছে বলে জানিয়েছে মানবিক সহায়তা সংস্থা রেড ক্রস।

ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এ যেন মৃত্যু আর আতঙ্কের উপত্যকা।

আকাশে যুদ্ধবিমানের বিকট শব্দ। চারদিকে বিধ্বস্ত ভবনের ইট-পাথর।

ইসরায়েলের দাবি, গত ৭ অক্টোবর থেকে বৃহস্পতিবার (১২ অক্টোবর) পর্যন্ত তারা গাজায় চার হাজার টন ওজনের অন্তত ছয় হাজার বোমা হামলা চালিয়েছে।

এদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার ইসরায়েলি।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com