ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় ১৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকটি শিশু এখনো প্রাণহানির শঙ্কায় রয়েছে।
রোববার (৩ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, ‘হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে বৈদ্যুতিক জেনারেটর ও অক্সিজেন বন্ধ হয়ে যাওয়া এবং চিকিৎসা সক্ষমতার দুর্বলতার কারণে অপুষ্টি ও ডায়রিয়ায় ভুগছেন এমন ছয়টি (অন্যান্য) শিশুর জীবন নিয়ে আশঙ্কা করছি।’
শুক্রবার হাসপাতালের পরিচালক সাত শিশুর মৃত্যুর ঘোষণা দেন। এই শিশুরা মারাত্মক পানিশূন্যতা ও অপুষ্টিতে ভুগছিল বলে জানান তিনি।
আল-জাজিরা অনলাইন জানিয়েছে, ইসরায়েলের হামলা এবং জ্বালানি ও ওষুধের অভাবের কারণে হাসপাতালটি কয়েক মাস ধরে পরিষেবার বাইরে রয়েছে।