1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ইয়েলোনাইফ শহর ভয়াবহ দাবানলে পুড়ে গেছে
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ইয়েলোনাইফ শহর ভয়াবহ দাবানলে পুড়ে গেছে

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৯৪ বার পঠিত
দাবানলে
Smoke rises during the wildfire in Kelowna, British Columbia, Canada August 17, 2023, in this screen grab obtained from a social media video. Amernhel Pascua/via REUTERS

ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ইয়েলোনাইফ শহর।

আগুন লোকালয়ে ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে বিমানে করে সরে যাচ্ছেন স্থানীয়রা।

এ অবস্থায় প্রদেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়াসহ এর আশপাশের বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে হেক্টরের পর হেক্টর বনাঞ্চলে।

দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রদেশটির ইয়েলোনাইফ শহরের বাসিন্দারা।

বণাঞ্চলের পাশাপাশি দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়েছে।

এ অবস্থায় ইয়েলোনাইফ শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এমন ঘোষণার পর শহরটির সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

অন্যত্র সরে যেতে বিমানের টিকিট কাটার জন্য দেখা দিয়েছে মানুষের লম্বা লাইন।

দীর্ঘসময় ধরে লাইনে দাড়িয়ে থাকার পরও টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

কর্তৃপক্ষ জানায়, এরইমধ্যে ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

তবে আবহাওয়া অনুকূলে না থাকায় বিমানের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে।

আর প্রতিটি ফ্লাইটে চারশোর বেশি মানুষ নেয়া সম্ভব না হওয়া ধাপে ধাপে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ চলছে বলে জানানো হয়।

এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন কয়েকশো দমকলকর্মী।

উচ্চ তাপমাত্রার কারণে অক্লান্ত পরিশ্রমেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন।

হেলিকপ্টার দিয়ে পানি ছেটানো হলেও খুব একটা কাজে আসছে না।

কানাডায় এ বছর বেশি গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com