পাকিস্তানের করাচির একটি সড়কে সিংহের হেঁটে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় হতভম্ব ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা।
যদিও পরে কয়েক ঘণ্টার চেষ্টায় সিংহটিকে খাঁচার ভেতরে ঢোকাতে সক্ষম হয় বন্যপ্রাণী বিভাগ।
ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে, ব্যস্ত একটি রাস্তায় হেঁটে বেড়াচ্ছে সিংহ।
দেখে মনে হবে এ যেন আপন দুনিয়ায় বনের রাজার বিচরণ।
গত মঙ্গলবার (২৯ আগস্ট) পাকিস্তানের করাচিতে এ ঘটনা ঘটে।
জিও নিউজের এক খবরে বলা হয়, শহরের ব্যস্ত সড়ক নামে পরিচিত শারিয়া ফয়সালে সন্ধ্যার দিকে আচমকাই দেখা মেলে সিংহটির।
মনের সুখে তাকে হাঁটতে দেখা যায়। এ দৃশ্য দেখে হতভম্ব ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন স্থানীয় লোকজন।
করাচির রাস্তায় সিংহের হাঁটাহাঁটির এই দৃশ্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা লোকজনকে সিংহটি থেকে দূরত্ব বজায় রাখতে বলে।
পরে কয়েক ঘণ্টার চেষ্টায় সিংহটিকে খাঁচার ভেতরে ঢোকাতে সক্ষম হন বন বিভাগের কর্মচারীরা।
এ বিষয়ে বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে খবর আসে যে একটি সিংহ পালিয়ে গেছে।
দ্রুত আমরা সেখানে লোক পাঠিয়ে সিংহটিকে আটক করি। এটা এখন আমাদের সঙ্গে আছে। এখন সবাই বিপদমুক্ত।’
জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, পরিবহনের সময় একটি গাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সিংহটি।
এ ঘটনায় ওই গাড়ি চালককে আটক করেছে আইন প্রয়োগকারী সংস্থা।
পাকিস্তানের বন্যপ্রাণী বিভাগের এক কর্মকর্তা জানান, সিংহটির বয়স প্রায় দুই বছর। তবে কোনো মানুষের ক্ষতি করেননি প্রাণীটি।
আরও পড়ুন :