1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
এক ঘণ্টায় ইসরায়েলে ১০০ রকেট নিক্ষেপ — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

এক ঘণ্টায় ইসরায়েলে ১০০ রকেট নিক্ষেপ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৫১ বার পঠিত

লেবানন থেকে মাত্র এক ঘণ্টায় উত্তর ইসরায়েলে একশ রকেট ছুড়েছে হিজবুল্লাহ।

শুক্রবার (১১ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহর তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। খবর আলজাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনী সর্বশেষ আপডেটে বলেছে, লেবানন থেকে প্রথম ধাপে ৮০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। যাদের মধ্যে কয়েকটি ঠেকিয়ে দেওয়া হয়েছে। তবে বেশ কয়েকটি মাটিতে পড়া রকেট শনাক্ত করা হয়েছে। কিছু রকেট ইসরায়েলের বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে পাশ কাটিয়ে দেশটিতে আঘাত হেনেছে।

দ্বিতীয় ধাপে আরও ২০টি রকেট ছোড়া হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। তাদের মধ্যে কয়েকটি প্রতিহত করার দাবি করে তারা।

হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় ইসরায়েলে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে আলজাজিরার কাছে কোন তথ্য নেই।

লেবানন থেকে একশ রকেট ছোড়া হয়েছে জানিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতি দেওয়ার পর আরেকটি বিবৃতি দেয় হিজবুল্লাহ। নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে হিজবুল্লাহ জানায়, গত এক ঘণ্টায় তারা বেশ কয়েকটি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানপন্থী গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি শহর কিরিয়াত শমোনা এবং কেফার ইউভালে শত্রু দেশের সৈন্যদের জমায়েতকে নিশানা করে রকেট হামলা করা হয়েছে। এ ছাড়া সাফেদ শহরেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা ব্যারাকের কাছে সৈন্যদের আক্রমণ করেছে হিজবুল্লাহ।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com