1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ইউক্রেনে এল-৩৯ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিন পাইলট নিহত — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

ইউক্রেনে এল-৩৯ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিন পাইলট নিহত

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৯২ বার পঠিত
যুদ্ধবিমান

ইউক্রেনে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে দুটি এল-৩৯ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিন পাইলট নিহত হয়েছেন।

এর মধ্যে খ্যাতনামা পাইলট ‘জুস’ও রয়েছেন।

এ বিমান দুর্ঘটনা এমন সময় ঘটলো, যখন যুক্তরাষ্ট্রের কাছে থেকে এফ-১৬ যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন।

এ সময় তিন পাইলট নিহত হওয়ার ঘটনা বিমানবাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে দেশটি।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, দেশটির উত্তর ঝিতোমির অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

যুদ্ধবিমান দুটি ছিল এল-৩৯ মডেলের। বিমান দুটি বিধ্বস্ত হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেন, নিহত পাইলটদের একজনের নাম আন্দ্রি পিলশচিকভ।

তিনি ‘জুস’ নামে পরিচিত ছিলেন। তরুণ এ পাইলট খুবই চৌকস ছিলেন। তিনি ইউক্রেনের আকাশে এফ-১৬এস উড়ানোর স্বপ্ন দেখতেন।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, ‘নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।

এটি আমাদের সবার জন্য একটি দুঃখজনক এবং অপূরণীয় এক ক্ষতি।’

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com