1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজে আগুন, ডানা দিয়ে নামলেন যাত্রীরা — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজে আগুন, ডানা দিয়ে নামলেন যাত্রীরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৯ বার পঠিত

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগুন লেগেছে। গতকাল বৃহস্পতিবার সকালের এ ঘটনায় ওই উড়োজাহাজের ডানা দিয়ে যে যার মতো নামতে দেখা যায় যাত্রীদের। তবে এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়নি, আগুন লাগার সঠিক কারণ।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ বলছে, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ফ্লাইটে আগুন লাগার পর দ্রুত যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। দেখা যায় ঘন কালো ধোঁয়া। পরে দমকল বাহিনী এসে আগুন নেভায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ১০০৬ তে আগুন লাগে। আর উড়োজাহাজটি হলো বোয়িং ৭৩৭-৮০০। এটি কলোরাডো স্প্রিং থেকে এখানে আসে।

এ ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের ইঞ্জিনের কাছে আগুন লেগেছে। দাবি করা হচ্ছে, জ্বালানি থেকে এই আগুন লাগতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষ এসব ঘটনার সত্যতা স্বীকার করেছে।

সাম্প্রতিক দুর্ঘটনার পর বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই ঘটনাটি ঘটল। তবে, বিমানের বিশেষজ্ঞরা মনে করেন, বিমান চলাচল এখনও পরিবহনের সবচেয়ে নিরাপদ মাধ্যমগুলোর মধ্যে একটি।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com